হাদীর হত্যাকারীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার আন্তরিকভাবে কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
আততায়ীর গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামফলক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায় ওসমান হাদির স্মরণে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নতুন নামকরণের নামফলক উদ্বোধন করেন নৌ উপদেষ্টা বিগ্রেডিয়ার (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিননউদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, শহীদ ওসমান হাদীর বোন মাসুমা, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন শেষে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, শহীদ ওসমান হাদীর স্মরণে তার নিজ উপজেলার গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। তিনি বলেন, ওসমান হাদী ছিলেন একজন বিপ্লবী- আর বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না।
একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। পাশাপাশি এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা মাস্টারমাইন্ড হিসেবে জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
শহীদ ওসমান হাদীর নামে লঞ্চঘাটের নামকরণকে এলাকাবাসী শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে দেখছেন।
পড়ুন- চরফ্যাশনে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


