ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে গিয়ে শেষ হয়।
কফিনের আদলে তৈরি প্রতীকী বক্স বহন করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা হাদির হত্যাকারীদের ফাঁসি চাই, শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না’ এমন স্লোগান দিতে থাকে।
শহীদ আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তার ওপর কাপুরুষোচিত হামলা করে যারা তাকে হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। হাদির রক্তের দায় এই স্বৈরাচারীদের। দেশের প্রতিটি প্রান্তে এখন প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে।
সমাবেশে ছাত্র ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তৃতা শেষে মোনাজাতের মাধ্যমে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পড়ুন- বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের কেবিন থেকে ভারতীয় চালকের মরদেহ উদ্ধার


