ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও শোক কর্মসূচি পালন করা হয়েছে। এসময় গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালের মুল সড়কের অবস্থান নিয়ে ব্লকেড করে রাখে। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোড হয়ে গাইবান্ধা বাস টার্মিনাল পাশের আর রহমান ফিলিং স্টেশনে সামনে গিয়ে পৌঁছায়। পরে সেখানে সড়ক ব্লকেড দিয়ে অবস্থান করেন বিক্ষোভকারীরা। এতে অংশ নেয় গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনতা।
এসময় সড়কের মাঝে টায়ারে আগুন জালিয়ে বিভিন্ন শ্লোগান দেয় মিছিলকারীরা। এতে বাস টার্মিনালের সামনের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে পারেনি এবং ঢাকা থেকে আগত একাধিক বাস সড়কে আটকা পড়ে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগের সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
পড়ুন : গাইবান্ধায় শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার


