19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার ২০০। এ ছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২০৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৫১২ জন ব্যক্তি।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৭৭ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এনএ/

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

দেখুন: আবারো ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন