21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে হামলা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে সৌদির একটি টিভি চ্যানেল। তাই ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সেই চ্যানেলটির অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া অফিসটিতে আগুনও ধরিয়ে দিয়েছেন তারা।

আজ শনিবার (১৯ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপরই টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালায় স্থানীয় চার থেকে পাঁচশো লোক।

ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে হামলা চালানো হয়। সংস্থাটি বলেছে, ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন