২৮/০১/২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
28 C
Dhaka
২৮/০১/২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন : প্রথমবারের মতো উন্মোচিত হলো যুগান্তকারী সব প্রযুক্তিপণ্য

টানা ১৭ বছর ধরে বিশ্বের ১ নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার (Haier), অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করলো তাদের ২০২৬ সালের পার্টনার কনভেনশন। “প্লে উইথ দ্য নাম্বার ওয়ানস” (Play with the Number Ones) এই থিমটিকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় একত্রিত হয়েছিলেন সারা দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেকহোল্ডাররা। এই আয়োজনে প্রাধান্য পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং ২০২৬ সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন।

এই কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন, যা বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি! যা প্রযুক্তিখাতে হায়ারের একচ্ছত্র আধিপত্যকে আবারও প্রমাণ করেছে।

অনুষ্ঠানে উন্মোচিত হায়ার-এর নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশের প্রথম ফেব্রিক ফিনিশ এবং এআই (AI) প্রযুক্তি-সমৃদ্ধ গ্রাভিটি সিরিজ এসি (Gravity Series)। ১০০ ইঞ্চির QD-Mini LED টিভি, যা দর্শকদের উপহার দেবে বিশাল স্ক্রিনে ইমারসিভ ভিউয়িংয়ের এক অভাবনীয় অভিজ্ঞতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো থ্রি-ড্রাম ওয়াশিং মেশিন। আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি এবং ফুল-টাচ কালারফুল ডিসপ্লে প্যানেল-সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ইন্টারঅ্যাকশন ওয়াশিং মেশিন, যা এক অনন্য নিদর্শন।

কনভেনশনে হায়ার বাংলাদেশ তাদের ২০২৬ সালের কৌশলগত রোডম্যাপও তুলে ধরে। যেখানে মূল ফোকাস ছিল ব্রেকথ্রু ইনোভেশন, প্রিমিয়াম প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা পার্টনার নেটওয়ার্কের সাথে সম্পর্ক শক্তিশালী সম্পর্ক স্থাপন। হায়ারের এই কনভেনশনে উপস্থিত সবার মধ্যে কনভেনশন শেষে তাদের প্রতিটি ডিলার ও পার্টনারের মধ্যে ইন্ডাস্ট্রি-লিডিং সব পণ্য এবং সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কৌশল নিয়ে হায়ার বাংলাদেশ হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে রাজত্ব করার অনুপ্রেরণা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন