রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে এক সংবাদ বিবৃতিতে এসপি অফিস জানায়, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্নস্থানে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন জিডিমূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পড়ুন : রাঙামাটির সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা


