“যারা দিনের ভোট রাতে করেছে, সেই স্বৈরাচারী হাসিনার আমলে আমরা ভোটকেন্দ্রে ভোটার দেখিনি—তখন কুকুর, বিড়াল, ছাগল দেখেছি”—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনের নির্বাচনী এলাকায় পাইকারচর ইউনিয়নে ভোটারদের মাঝে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভিজি মোহাম্মদ নওশের, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম, সদস্য সবিচ নুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই নির্বাচনী গণসংযোগ বেলা ১১টায় খাদিমাচর গ্রাম থেকে শুরু হয়ে পুরানাচর বাজারে গিয়ে স্কুল মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
খায়রুল কবির খোকন আরও বলেন, “সদরের পাইকারচর ইউনিয়ন ছিল বিএনপির ঘাঁটি। খাদিমাচর গ্রামে আওয়ামী লীগের মাত্র তিনটি ভোট ছিল। আপনারা কঠিন সময়ে নির্যাতিত–নিপীড়িত হয়েছেন; আওয়ামী লীগের কর্মীরা আপনাদের স্বাভাবিকভাবে থাকতে দেয়নি। মামলা খেয়েছেন, জেলেও গিয়েছেন। এ সভায় উপস্থিত অনেকে আমার জেল–সঙ্গী ছিলেন। সেই সময় কেউ বাণিজ্যের জন্য স্বাভাবিক জীবন–যাপন করতে পারেননি। তারপরও আপনারা বিএনপি ছাড়েননি। আপনাদের মধ্যে একজন নেতাও আওয়ামী লীগে যায়নি। আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, এখন ধানের শীষে ভোট দিতে আগ্রহী, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে পাইকারচর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করবো, রাস্তাঘাট সংস্কারসহ সব ধরনের উন্নয়ন নিশ্চিত করবো।”
পড়ুন : ভূমিকম্পে নরসিংদীতে অন্তত শতাধিক নারী-পুরুষ আহত, শিশুসহ নিহত ৫


