28.1 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

পলাতক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (২ এপ্রিল) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।


তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এখন চলছে পর্যালোচনা। যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারেন।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘শুধু একবার নয় একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য-প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়। তাই সুযোগ নেই পার পাওয়ার।’

এদিকে শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। যার জবাব এখনও মেলেনি। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার।’

গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দুটি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানো এবং চাঁনখারপুলে গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। এ ছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে।

পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন