‘আভ্যাটার’ খ্যাত হলিউড নির্মাতা জেমস ক্যামেরন এবার তার নতুন সিনেমার পরিকল্পনা করছেন। আর ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই পরিচালক। এবার তিনি সিনেমা বানাতে যাচ্ছেন হিরোশিমার বোমা হামলা নিয়ে।
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনের সূত্রে জানা যায়, নতুন সিনেমার পরিকল্পনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য কিনেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনলেন ক্যামেরন। মজার ব্যাপার হলো, বইটি এখনো প্রকাশ হয়নি।
প্রতিবেদন অনুসারে আরও জানা যায়, একটি বই থেকে এই সিনেমা নির্মাণ করছেন না তিনি। গল্প সাজানোর ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন আরও দুটি বইয়ের।
জানা গেছে, এ সিনেমায় দেখানো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানের অবস্থা। বিশেষ করে, বোমা হামলার পর হিরোশিমার যা হয়েছিল তাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। তবে সিনেমার মূল বিষয় হবে বোমা হামলার পর বেঁচে যাওয়া মানুষ।