17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

হিলিতে নষ্ট হচ্ছে পেঁয়াজ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

দিনাজপুরের হিলিতে ভারত থকেে আমদানি করা পেঁয়াজ পঁচে নষ্ট হচ্ছ। কিছু পেঁয়াজ ৩০ থকেে ৪০ টাকা দরে বিক্রি হলওে বেশির ভাগ পেঁয়াজ ফেলেই দিতে হচ্ছ। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীদের।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বন্দর। প্রতিদিন ভারত থেকে গড়ে পেঁয়াজ আমদানি হয় ২০ থেকে ২৫ ট্রাক। তারপরেও কমছে না পেঁয়াজের দাম। কারণ হিলি বন্দরের গুদামে পঁচছে পেঁয়াজ।

নষ্ট পেয়াজঁগুলো নারীরা বাছাইয়ের কাজ করছেন। সকাল সন্ধ্যা কাজ করে তারা পান ২০০ থেকে ২২০ টাকা। তাতেই চলে সংসার। ৭০০শ বস্তার থেকে ১০০শ বস্তা ভালো পেঁয়াজ পাচ্ছেন তারা।

এজন্য ভারতীয় ট্রাক চালক ও হেলপাররাই দায়ী, মনে করেন আমদানিকারকরা। তারা বলছেন, বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়াতে পেয়াজগুলো ভিজে গেছে সেই কারনে পচন ধরছে।

যতটুকু ভালো পেঁয়াজ বের হচ্ছে সেগুলো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে, এবং বেশি খারাপ পেঁয়াজগুলো ৩০০ টাকা বস্তা কিনছে আড়ৎ থেকে।

দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ভারতীয় ২শ ৯ ট্রাকে ৬ হাজার ১৬ মেট্রিকটন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন