দিনাজপুরের হিলিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
হিলি বাজারের ব্যবসায়ী মিলন হোসেনের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সত্যতা পায় প্রশাসন। ভোক্তা অধিকার রক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। অভিযানে দোষী সাব্যস্ত হওয়ায় ব্যবসায়ী মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে সাধারণ ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ আসছিল যে, হিলি বাজারে সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই আজ দুপুরে হিলি বাজারে বিশেষ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন,”মিলনের দোকানে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগটি হাতেনাতে প্রমাণিত হয়েছে। তাকে জরিমানার পাশাপাশি একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে কেন তিনি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করছিলেন—তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট বাজারের অন্যান্য গ্যাস বিক্রেতাদেরও কড়া সতর্কবার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে,গ্যাস মজুত করে বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি করা যাবে না।
সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শন করতে হবে এবং সেই দামেই পণ্য বিক্রি করতে হবে।
অসাধু উপায়ে জনভোগান্তি তৈরি করলে আইনি ব্যবস্থা আরও কঠোর হবে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হিলি জুড়ে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো বিক্রেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
পড়ুন : দিনাজপুরের হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০


