নরসিংদীতে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত ‘মানবতার হোটেলে’ এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে মাধবদীর ঐতিহ্যবাহী গরুর হাটে অসহায়, গরিব ও পথচারী মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়।

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সহ ফোরামের অন্যান্য স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় এই রমজানে চতুর্থতম ইফতার বিতরণের আয়োজন করা হয়।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে প্রতি মাসে একদিন অথবা দুই দিন বিনামূল্যে খাবার খাওয়ানো হয়।

পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান জুরে এই আয়োজন। তিনি বলেন, প্রায় ৮০টি সংগঠন নিয়ে এই ফোরামের পথ চলা। আমরা অসহায়, গরিব মানুষে পাশে চিকিসা সেবার জন্য নগদ অর্থ সহ ঘর নির্মান করে দিয়ে পাশে দাড়িয়েছি।
এনএ/