আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরায় পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা শহরের আদর্শ কলেজ মাঠে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শীর্ষ নেতা আমীর ডাক্তার শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দুটি ভোট রয়েছে। একটি হলো নিজস্ব দলের প্রতীক অন্যটি হলো হ্যা ভোট ও না ভোট। হ্যা ভোট মানে আজাদী, আর না ভোট হলো গোলামী বলে মন্তব্য করেন তিনি।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমরা সরকার গঠন করলে প্রতিশ্রুতি দিচ্ছি পাঁচ বছরের শিশু থেকে শুরু লেখাপড়ার সকল খরচ রাষ্ট্র বহন করবে। আমরা বেকার যুবকদের ভাতা দিতে চাইনা, তাদেরকে তাদেরকে কর্মে শক্তিশালী করতে চাই। এছাড়াও তিনি বয়স্কদের জন্য রাষ্ট্রীয় ভাবে চিকিৎসার কথা জানান। মাগুরাসহ সারাদেশের মানুষ জেগে উঠেছিল বলেই অভ্যূথান হয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমীর।
পথসভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের। উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী আব্দুল মতিন সহ অন্যান্য নেতাকর্মীরা।
পড়ুন : মাগুরায় শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ


