28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

চলতি বছর নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৪১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ২০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৮৪ পয়সা হিসেবে)।

আজ রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ১৬ দিনে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি সাত লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে আট কোটি ১৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২০ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২ হাজার ৪৩৫ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এনএ/

আরও পড়ুন: ১শ দিনে সরকার: রিজার্ভ, মূল্যস্ফীতি ও ব্যাংকখাত
দেখুন: রিজার্ভ ৬ বছরে সর্বনিম্ন রেমিট্যান্স-রপ্তানিতেও হোঁচট
মিরপুরে ভোল পাল্টিয়ে চলছে আওয়ামী লীগের চাঁদাবাজি
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন