১৪/০১/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৮ দিন পর মুন্সীগঞ্জে বাসের ছাদ উড়ে যাওয়া কান্ডের চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ছাদ উড়ে যাওয়া কান্ডের সেই চালককে ১৮ দিন পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত মঙ্গলবার (৬ মে) দিনগত রাত পৌনে ৯ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার অদুরে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে।

তার নাম মো. শহীদুল শেখ (৩০)। সে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার।

তিনি জানান, গত ১৭ এপ্রিল রাত ৮ টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৬০ জন যাত্রীবোঝাই করে বরিশাল এক্সপ্রেসওয়ের একটি বাস বেপরোয়া গতিতে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়।

এতে অন্তত ৫ যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে ছাদবিহীন অবস্থায় আরও বেপরোয়া ও ঝুকি নিয়ে অন্তত ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকারের মুখে জনরোষে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ ও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়।

এ ঘটনায় পরদিন ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও হেলপাড়ের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। তারপর থেকে বাসের চালক, হেলপার ও মালিককে গ্রেফতারে তৎপরতায় নামে র‌্যাব সদস্যরা। গ্রেফতার চালক শহীদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

দেখুন: চার দিন ঘুরে স্থপতি ইমতিয়াজের ম*রদেহ পেলেন স্বজনরা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন