25.2 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

১৮ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

দুই টেস্টের সিরিজ খেলতে ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট দলের ১৪ মাসের সূচি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আনুমানিক সময় প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২৬ সালের আগস্ট থেকে শুরু করে পরের ১৪ মাস ঘরে বাইরে বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রামস) ২০২৭ সালের মার্চে এই সিরিজের দিনক্ষণ ঠিক করা থাকলেও তা এগিয়ে ২০২৬ সালের আগস্টে আয়োজন করা হবে।


২০০৮ সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে হোয়াইটইয়াশ হয়েছিলো টাইগাররা। ঠিক ১৮ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ।

১৪ মাসে অজিদের বেশ ব্যস্ত টেস্ট সূচি আছে। বাংলাদেশ সিরিজ শেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট খেলবে অজিরা। আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে অজিরা।

এরপর ভারত থেকে দেশে ফিরে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আছে অস্ট্রেলিয়ার। ২০২৭ সালের মাঝামাঝি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, ফাইনালে উঠতে পারলে সেখানেও খেলতে হবে অজিদেরকে। ফাইনালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খেলতে যাবে অজিরা।

পড়ুন : অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো বিসিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন