অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সারাদেশে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, দেশের শিক্ষিত যুবকদের জন্য ফ্রিল্যান্সিংয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এ খাতকে আরও বিস্তৃত করতে হবে। ফ্রিল্যান্সিংয়ের বড় সুবিধা হলো—এখানে চাকরির পেছনে ঘুরতে হয় না। ব্যবসা বা আয় শুরু করতে বড় কোনো বিনিয়োগের প্রয়োজন পড়ে না।
তিনি আরও বলেন, বাসায় বসেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করা সম্ভব। বড় কোনো দোকান বা অফিস স্থাপনের দরকার নেই। পাশাপাশি দেশে-বিদেশে চাকরির জন্য দালালের পেছনে ঘুরতেও হয় না। তথ্যপ্রযুক্তির এই যুগে কোথায় বসে বা কখন কাজ করা হচ্ছে, সেটি আর মুখ্য বিষয় নয়; স্থানিক দূরত্ব এখানে গুরুত্বহীন হয়ে গেছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের বহু মানুষের জন্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করার বিশাল সুযোগ রয়েছে।
পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই অচল রাজধানী, চরম ভোগান্তি
আর/


