২১শে আগষ্টে গ্রেনেড হামলা মামলায় আসামিদের সবাই খালাস পেলেও প্রকৃত দোষীরা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে। সঠিক তদন্তে তাদের বিচার চান আসামি পক্ষের আইনজীবীদেরও। তারা বলছেন, গত সরকারের সুবিচার নিশ্চিতের সদিচ্ছাই ছিলো না।
বিজয়ের মাসের শুরুর দিনে নতুন করে বিজয়ের স্বাদ পান ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা। বিচারক আদালতে রায় কে অবৈধ ঘোষণা করে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট।
তাহলে কি ২১শে আগষ্টের ঘটনায় দায়ি কারা? আইনজীবীরা বলছেন অবশ্যই দুঃখজনক ঘটনাটি ঘটেছে, তবে প্রকৃত অপরাধীদের আসামি না করে আসামি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।
এই হামলার ন্যায়বিচারে তৎকালীন বিএনপি সরকারের স্বদিচ্ছা অভাব ছিলো না বলে মনেন দলের আইন উপদেষ্টা। তার মতে পুলিশ বিভাগের কিছু লোক জর্জ মিয়া নাটক সাজিয়েছিলো।
তবে সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধী শনাক্ত ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রকে পদক্ষেপ নেয়ার ও আহ্বান এ আইনজীবীদের।
এমন ন্যাক্কারজনক হত্যা বিচার অবশ্যই হওয়া উচিত বলে মনে করে সবাই। যে বিচার মাইলফলক হয়ে থাকবে সকল জুডিশিয়ারি মামলায় বলেও জানান আইন অজ্ঞরা।
এনএ/