17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

২৩৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ২১৯টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আরও ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। শ্রম আইনের ১৩/১ ধারা বলতে বুঝায় নো ওয়ার্ক নো পে অর্থ কাজ না করলে বেতন পাবে না শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মো: সারোয়ার আলম।

তিনি বলেন, আজ শিল্পাঞ্চলের কোথাও কোন সড়ক অবরোধসহ কোন কারখানায় হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে ফিরেনি। এছাড়া আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি  কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এসবের মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।

আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে ২০টিরও বেশি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ আছে। তবে গাজীপুরের সার্বিক পরিস্থিতি শান্ত বলে আমাদের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন।  

শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন