২৩ নাবিকসহ জিম্মি করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে আবারো সরিয়ে নিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজ উদ্ধারে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান যাতে না চালানো হয়, সেজন্য জিম্মি নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা। সংবাদমাধ্যমকে এসব কথা জানান, দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান। সমঝোতার ভিত্তিতে বিষয়টির সুরাহা করতে চায় জাহাজের মালিকপক্ষ ও সরকার।