31.9 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানানো হয়। একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।

জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল। এতে যোগ দেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায়ও মশাল মিছিল করেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, গণহত্যাকারী কোনো দলের রাজনীতি করার অধিকার নেই।

রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা।

পড়ুন : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন