২ দিন ধরে জয়পুরহাট শহরের শান্তিনগর সরকারি প্রাইমারী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী জিহাদ নামে এক ছাত্রকে খোঁজে পাচ্ছেন না তার পরিবার। গতকাল বুধবার জয়পুরহাট থানায় সাধারণ ডায়েরী করেছে তার বাবা মো. মোশারফ।
সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর দুপুর অনুমান সাড়ে ১২টায় জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে হইতে নিখোঁজ হয়ে যায় শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর জিহাদ। যার বয়স- ১১বছর। সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও কোথাও তার কোন সন্ধান পাননি পরিবার। খোঁজাখুজি অব্যহত আছে।
নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নামঃ-জিহাদ, ঠিকানাঃ-সাং-শান্তিনগর, থানা ও জেলাঃ জয়পুরহাট, বয়সঃ-১১বছর, শারীরিক বর্ননাঃ-উচ্চতা-৪ফিট, ২ইঞ্চি, গায়ের রং-শ্যামা ফর্সা, মাথার চুল ছোট ও কালো, পেষাক-পরিচ্ছদঃ-পড়নে লাল পটিয়ালা জ্যাকেট আছে, সে বাংলা ভাষায় কথা বলে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

