24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
বিজ্ঞাপন

২ লাখের বেশি সাবস্ক্রাইবার হারাল ওয়াশিংটন পোস্ট

ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষ না নেওয়ায় দুই লাখের বেশি ডিজিটাল সাবস্ক্রাইবার হারিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। স্থানীয় সময় সোমবার দুপুর পর্যন্ত তারা এ পরিমাণ সাবস্ক্রাইবার হারিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)।

এক প্রতিবেদনে এনপিআর জানায়, ওয়াশিংটন পোস্টের পেইড সাবস্ক্রাইবার প্রায় আড়াই কোটি। সোমবার পর্যন্ত তারা প্রায় আট শতাংশ সাবস্ক্রাইবার হারিয়েছে। এরইমধ্যে ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন কলামিস্ট। এ নিয়ে ওয়াশিংটন পোস্টের কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

আমেরিকার পত্রিকা ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর জেরে গত শুক্রবার পদত্যাগ করেন পত্রিকাটির সম্পাদক রবার্ট কাগান। পদত্যাগ করা রবার্ট কাগান ট্রাম্প-বিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ২০২৩ সালে তিনি একটি কলাম লিখেছিলেন, ‘ট্রাম্পের একনায়কত্ব: কীভাবে এটি বন্ধ করা যায়’ শিরোনামে।

ফক্স নিউজ বলছে, ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন সম্পাদক।

ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে এক পোস্টে লুইস লিখেছেন, ‘ওয়াশিংটন পোস্ট এই নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করবে না। ভবিষ্যতের কোনো নির্বাচনেও করবে না। আমরা প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন না করার বিষয়ে আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছি।‘

লুইস পত্রিকার সম্পাদকীয় বোর্ডের উদ্ধৃতি দিয়ে ১৯৬০ সালের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ওয়াশিংটন পোস্ট প্রচারাভিযানে কোনো প্রার্থীকে সমর্থন করেনি। এটি আমাদের ঐতিহ্য। গত ছয়টি নির্বাচনের মধ্যে পাঁচটিতে আমাদের পদক্ষেপ একই ছিল।’

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন