দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন সফলভাবে সমাপ্ত করে অবসর গ্রহণ করেছেন জয়পুরহাট জেলা পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম। মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিদায় ও সম্মাননা অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায় বেলায় কনস্টেবল নজরুল ইসলাম সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পুলিশের গাড়িতে করে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।
জেলা পুলিশ সূত্র জানায়, সৎ, নির্ভীক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নজরুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার কর্মনিষ্ঠা ও দেশপ্রেম জেলা পুলিশের অন্যান্য সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। অবসরোত্তর জীবনে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
পড়ুন : নানা আয়োজনে জয়পুরহাট ২০ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


