মেহেরপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে এলজিইডির অর্থায়নে রাস্তা তৈরির কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হচ্ছে। এছাড়া মামলার হুমকি দিয়েও তাদের হয়রানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগের বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলার প্রকৌশল বিভাগ এলজিইডিতে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তা নির্মাণে ব্যবহার করার কথা এক নম্বর ইট দিয়ে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দেড় কিলোমিটারের রাস্তা নির্মাণের কাজে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট ব্যবহার করছে। স্থানীয়রা বলছেন, প্রতিবাদ করায় ম্যানেজার আসাদুজ্জামান এলাকাবাসীকে চাঁদাবাজির মামলা ও হুমকি ধামকি দিচ্ছেন।