16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

৪ আগস্টের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা

আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামী করে সদর মডেল থানায় আরেকটি মামলা হয়েছে। মামলায় মোট আসামী করা হয় ১১০ জনকে। 

১৯ অক্টোবর শনিবার বিকালে মামলার তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মোঃ বাহার। এ মামলার বাদী হয়েছে শহরের নতুন বাজার ক্লাব রোডের বাসিন্দা আল আমিন হোসেন। গতকাল ১৮ অক্টোবর রাতে এ মামলাটি করা হয়েছে।

এই মামলার উল্লেখযোগ্য দুটি বিষয় হলো, এই প্রথম চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী কোনো মামলার আসামী হলো এবং বেশ কয়েকজন আইনজীবী এই মামলার আসামী। ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে সদর মডেল থানায় চারটি মামলা হলো।

১৮ অক্টোবর দায়ের হওয়া মামলার অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্য আরো কজন হচ্ছেন; জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডঃ আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান সহ প্রমুখ।

অমরেশ দত্ত জয়

চাঁদপুর জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন