১৫/০১/২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে লিগ্যাল নোটিশ

পার্বত্য ফল মেলা, ছাগল ও শুকর বিতরণ প্রকল্পের ৬০ লাখ ১২ হাজার ৫শত টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রকল্পের আহবায়ক পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরার পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি এডভোকেট মো: আফছার হোসেন রনি।

২৭ জুলাই পাঠানো লিগ্যাল নোটিশে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া না হলে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী আদালতে মামলা করার কথা উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশে বলা হয় চলতি বছরের(৩০ জুন) জুন ফাইনালের সময়সীমা বলে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নির্দেশক্রমে খাগড়াছড়ি রূপালী ব্যাংক শাখা থেকে একটি চেকের মাধ্যমে পার্বত্য ফল মেলা আয়োজন কমিটির আহবায়ক হিসেবে প্রশান্ত কুমার ত্রিপুরা প্রথম দফায় ৪৬ লাখ ২৫ হাজার টাকা ও একই দিন দ্বিতীয় দফায় পৃথক চেকের মাধ্যমে একই ব্যাংক থেকে ছাগল ও শুকর পালন প্রকল্পের ১৩ লাখ ৮৭ হাজার ৫শত টাকা উত্তোলন করে এবং জেলা পরিষদের অফিস সহকারী আশীষ চাকমার উপস্থিতিতে চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন এই টাকা।

কিন্তু প্রকল্পের আহবায়ক হিসেবে প্রশান্ত কুমার ত্রিপুরা অর্থ খরচের ভাউচার-বিল দেওয়ার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে একাধিকবার লিখিতভাবে ও লোক মারফতে অবগত করা হলেও অর্থ খরচের কোন বিল-ভাউচার দিচ্ছে না।

লিগ্যাল নোটিশে এ ধরনের ঘটনাকে দুর্নীতি ও চেয়ারম্যানের দায়িত্বের চরম অবহেলা, বিশ্বাস ভঙ্গ বলে অবিহিত করা হয়।

উল্লেখ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ,হস্তান্তরিত বিভাগের বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বানিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বানিজ্য ও চরম দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেন

বুধবার(৩০ জুলাই) দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তবে নোটিশ দেওয়া হলেও তদন্ত কমিটির সামনে উপস্থিত হননি অভিযুক্ত জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেবিলিয়াম রোয়াজা।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে খেজুর চাষে সফল কৃষি উদ্যোক্তা নুরুল আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন