১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৬ দফা দাবিতে নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফনের কাপড় পড়ে মিছিল

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাথায় কাফনের কাপড় পড়ে মিছিল করেছে নরসিংদীর সরকারী-বেসরকারী সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদী সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের সাহেপ্রতাপে গিয়ে শেষ হয়।

সারাদেশের সাথে এক যোগে নরসিংদীর সকল সরকারী-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই কাফন মিছিলে ।

এসময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে এই ছয় দফা দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞাপন


জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ ৬ দফা দাবী জানানো হয়। অচিরেই তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

পড়ুন : নরসিংদীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন