25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

৭২ ঘণ্টায় চারবারের মত হামলার কবলে মার্কিন রণতরী

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ৭২ ঘণ্টায় চারবার আক্রমণের শিকার হয়েছে মার্কিন রণতরী।

আজ বুধবার (১৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

হুতিদের দাবি, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে চতুর্থ হামলাটি তারা চালিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটি মার্কিন হামলা প্রতিরোধে পরিচালিত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই হামলা সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে। পাশাপাশি, তিনি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থনের বিষয়ে মন্তব্য করেন এবং ইসরায়েলের গাজার ওপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের আক্রমণ তীব্রতর হবে বলে সতর্ক করেন।

এর আগে, হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর প্রথম ঘটনা। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল গাজায় আকস্মিক হামলা চালায়, যেখানে ৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এতে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিল এবং এর ফলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়।

ইসরায়েল জানিয়েছে, তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। অন্যদিকে, ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় সাদা ও হোদেইদাহসহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএ/

দেখুন: কথা বলতে বলতে পেরিয়ে গেল ৪৬ ঘণ্টা গড়ল বিশ্বরেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন