21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

৭৫ বছরের রেকর্ড ভাঙলো চলমান তাপপ্রবাহ

চলমান তাপপ্রবাহ ৭৫ বছরের রেকর্ড ভাঙলো। অর্থাৎ এত দীর্ঘ সময় ধরে, একই সাথে দেশের সর্বাধিক জায়গাজুড়ে তাপপ্রবাহ চলমান থাকেনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কখনই এত সময় ধরে তাপপ্রবাহের নজির নেই। আবহাওয়া অফিস বলছে, এ অবস্থা চলবে আরো সপ্তাহ খানেক।

টানা তাপপ্রবাহে নাকাল দেশবাসী। গরমে অতিষ্ঠ জনজীবন। এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত টানা তাপপ্রবাহ অব্যাহত। দেশের বেশিরভাগ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে এপ্রিলের বাকি সময়জুড়েও। বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। কোথাও দমকা হাওয়া বয়ে গেলে তাতেও উষ্ণতা ভর করেছে। ফলে সাধারণ মানুষের গরমের কষ্ট আরও বেড়েছে।

অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টি হতে পারে। তখন কিছুটা কমবে দাবদাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা ও যশোর জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলমান তাপপ্রবাহের কারণে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন