৭ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন লালমনিরহাটের এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট নিউজ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল-আমিনের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহ আলম নামে এক ব্যক্তি ভুয়া কোম্পানির ভিসা দিয়ে। প্রতারণা করে আল-আমিনকে সৌদি আরবে পাঠান। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে যে কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল, সৌদি আরবে সেই নামে কোনো প্রতিষ্ঠানই নেই। বর্তমানে আল-আমিন দ্বিতীয় দফায় সৌদি আরবের জেলে সাজা ভোগ করছেন। বর্তমানে সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন।
আল-আমিনের পিতা আসাদুল হাবিব অভিযোগ করেন, স্থানীয় এক আদম ব্যবসায়ী শাহ আলম ও তার ছেলে জাহাঙ্গীর নানা কৌশলে প্রলোভন দেখান। ছেলেকে বিদেশে পাঠাতে জমি বিক্রি ও ধার করতে হয় তাদের। কিন্তু সৌদি পুলিশ আল-আমিনের সব কাগজপত্র জব্দ করে নেয়। বিষয়টি শাহ আলমকে জানানো হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। এরপর থেকে আল-আমিন সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন। দেশে ফেরার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রতারক চক্রটি।
এ ঘটনায় সরকারের হস্তক্ষেপে দ্রুত আল-আমিনকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তার পরিবার।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

