পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোছাইনের ছেলে রিয়াজ হোসাইনকে ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আজ রাত সাড়ে ১০ টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রিয়াজ হোসাইনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে এবং তার পিতাসহ কয়েকজন মিলে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাত সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন পুলিশি নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে থানায় নেয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
পড়ুন- দর্শনায় গৃহবধূ ও যুবককে চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেধে নির্যাতন


