বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে আজ যে জনগণ বিজয় র্যালিতে অংশ নিয়েছে, এ সমাবেশ আবারো প্রমাণ করে জনগণ বিএনপির সাথে আছে। তাই ‘কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল।’
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এসপি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা শ্রমিকদলের সভাপতি মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী জেলা বিএনপির সদস্য সোলায়মান কমিশনার ও কাজী ওয়াসিম, মাধবদী থানা যুবদলের সভাপতি মো. শাহান উল্লাহ শাহান, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ রাজিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই কর্মসূচিতে খায়রুল কবির খোকন নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। বিজয় র্যালিকে কেন্দ্র করে মাধবদীর রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃষ্টি উপেক্ষা করে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
খোকন আরও বলেন, ‘জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার, বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করে যাব। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।’
পড়ুন : নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার


