25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশের সংকট, বিপাকে ভোলার জেলেরা

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। এতে চরম হতাশায় পড়েছেন জেলেরা। রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। তবে মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমাণ আরেকটু বাড়লে ধরা পড়বে ইলিশ।

উপকূলীয় দ্বীপজেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাদু ইলিশ মাছের খ্যাতি রয়েছে। কিন্তু এ বছর আষাঢ় শেষ হয়ে শ্রাবণ শুরু হলেও, নদীতে জেলেদের জালে ইলিশের দেখা নেই।

প্রতিদিন মেঘনা-তেঁতুলিয়ার বুকে হাজার হাজার জেলে জাল ফেলেও, কাঙ্খীত ইলিশ ছাড়াই তীরে ফিরছেন। যেটুকু ধরা পড়ছে তা দিয়ে জ্বালানী তেলের দামসহ অন্যান্য খরচও ঠিকমতো উঠছে না। জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশার ছাপ।

নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে।

ভোলার মেঘনা নদীর তুলাতুলি, নাছির মাঝি, ভোলার খালসহ প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটে, মাছ নেই বললেই চলে। ফলে জেলেদের পাশাপাশি আড়ৎদাররাও পড়েছেন বিপাকে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনায় ডুবোচরের সংখ্যা বেশি থাকায়, ইলিশ কম পাওয়া যাচ্ছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিলো ১ লাখ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। যা এ বছর ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন