ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের চেঙ্গীস্কোয়ার থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্ছে এসে জনসমাবেশে করেন নেতাকর্মীরা।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে দেশের মানুষের দাবি মেনে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান। বিএনপি আন্দোলনের মাধ্যমেই সরকারের স্বেচ্ছাচারিতার অবসান ঘটাবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের বাধা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
পড়ুন: মুজিবনগরে বসতবাড়ির পিছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১
দেখুন: চীনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য কঠোরভাবে প্রস্তুত হতে বললেন শি |
ইম/


