পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ শাসনবিধি বহাল রাখা ও বাতিলকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানবন্ধন করেছে বান্দরবানের বিভিন্ন সামাজিক সংগঠন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় ফেস্টুন ও ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন বান্দরবানের ১০টি জাতিগোষ্ঠী। বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশনের সভাপতি হ্লাথোয়াই হ্রী মারমাসহ অনেকে।
মানববন্ধন শেষে বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ মামলায় বিজ্ঞ আটর্নি জেনারেলের রীতি-বিরুদ্ধ ভূমিকার কারণে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-এ অন্তর্ভূক্ত আদিবাসীদের বিশেষ অধিকার হরণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নিকট স্বারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও ৩১৬নং বেতছড়া মৌজার হেডম্যান হ্লাথোয়াই হ্রী মারমা, জেলা পরিষদ সদস্য ও হেডম্যন বাশৈচিং, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা সেন,তারাছা হেডম্যান উনিহ্লা মারমাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।