১৫/০১/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে চার দালাল গ্রেফতার

কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-১৫ এর সহায়তায় পরিচালিত মোবাইল কোর্ট। এ সময় চারজন দালালকে হাতেনাতে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবা প্রত্যাশীরা। অভিযোগ রয়েছে, এসব দালাল পাসপোর্ট করতে আসা আবেদনকারী ও চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এতে সরকারি সেবাপ্রদান বিঘ্নিত হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

গ্রেফতারকৃত দালালরা হলেন:
শহরের পূর্ব ঘোনাপাড়ার মো. নুরু উদ্দিন (২৭), বৌদ্ধর খোলা এলাকার আবুল বাশার (৫১), সদরে খরুলিয়ার বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালীর গোরকঘাটার
৪. পলাশ (৪২)। তাদেরকে দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‌্যাব-১৫ জানিয়েছে, জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে এসব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ুন: কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

দেখুন: ‘সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন