ময়মনসিংহের ত্রিশালে এ্যাকটিভ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ্যাকটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক,শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবিনা ইয়াসমিন, নজরুল বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল অফিসার মামুনুর রশিদ, সাংবাদিক মামুনুর রশিদ, শিক্ষক মাহফুজুর রহমান,অভিভাবক খন্দকার আলাল প্রমৃখ।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। শিক্ষকদের পাশাপাশি অভিভাবক বিসেষ করে মা দের ভুমিকা থাকতে হবে।শিক্ষার্থীদের সময়ের প্রতি গুরুত্ব দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে বলে আশা ব্যক্ত করেন ।পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন : বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন


