গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ স্টেডিয়াম উদ্বোধন করেন। এরপর পৌর সভার বোয়ালিয়া এলাকায় জুয়েল রানা স্টেডিয়ামের পাশে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন শহীদ জুয়েল রানার বাবা মমতাজ মিয়া, মা জামিলা বেগম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এক আলোচনা সভায় বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহীম সরকার, জেলা বিএনপি’র নেতা সানোয়ার হোসেন দিপু, জাতীয় ফুটবলদলের সাবেক গোলরক্ষক রাকিব মাহমুদ আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানাসহ অনেকেই।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দিন গাজীপুরে মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জুয়েল রানা। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহাতী গ্রামের মমতাজ উদ্দিন ব্যাপারী আর জমিলা বেগম দম্পতির ছেলে।
পড়ুন: ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না : ড. মঈন খান
দেখুন: অত্যাধুনিক বিমানবাহী রণতরী বানাচ্ছে ইরান
ইম/


