১৪/০১/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সাঁওতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হগয়। এরপর এক আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন


আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ অন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গাইবান্ধা সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য, আদিবাসী ইয়্থু অতীত সরেন, আরিনা টপ্য প্রমুখ।

বক্তারা বলেন, ‘আদিবাসী’ জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান।

পড়ুন : গাইবান্ধায় শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন