খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন এসব সহায়তা প্রদান করা হয়।
উক্ত কর্মসূচীতে মাটিরাঙ্গা জোন উপ অধিনায়ক মো: মাসুদ খান ও মেজর সামিউল হক সামি উপস্থিত ছিলেন।
এ সময়, বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, ৪ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ০২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান ও মানিকচন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এবং ক্যাপ্টেন সুমাইয়া রহমান ৩০০ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহীম আধহাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।
পড়ুন: খাগড়াছড়িতে ঝুঁঁকিপূর্ণ ভবনে পাঠদান, নেই খেলার মাঠ
এস/


