16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে আসে: রিজভী

সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, শেখ হাসিনা যা ভাবেন, আদালতের রায়ের মধ্য দিয়ে তা চলে আসে। সরকার যা চায়, তা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, তা কি অন্যায়, অন্যায্য?

তিনি বলেন, আমরা একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি। এখানে যারা প্রতিবাদ করে তাদের নিরুদ্দেশ করে দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত মরদেহ নদীর ধারে, খালের ধারে কিংবা নালার ধারে পড়ে থাকে।

তিনি আরও বলেন, আজ আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে। সবাই জানে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছেন। খবরের কাগজেও এসেছে। কিন্তু এখনো তাকে হাজির করছেন না আদালতে বা তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দী রাখা হয়েছে, আমরা জানি না।  

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক ইস্যু তৈরি করছেন। তিনি আজ চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন। আজ যে রাজকোষ শূন্য। ২০ মিলিয়ন ডলার তিনি চাইলেন চীনের কাছে। প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক মিলিয়ন ডলারের।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন