সম্প্রতি শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের গ্ল্যাম ডিভা ঊর্বশী রাওতেলা। বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবার জানা গেল, দুর্ঘটনায় একটি হাড় ভেঙে গেছে উর্বশীর।
গত ১০ জুন তেলেগু সিনেমা ‘এনবিকে ১০৯’র শুটিং করছিলেন উর্বশী। শুটিং চলার সময় হঠাৎ গুরুতর চোট পান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানায়, একটি হাড় ভেঙে গেছে তার।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, চিকিৎসা শুরু হয়েছে উর্বশীর। তবে ব্যথায় এখনও ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। মূলত সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন উর্বশী।
‘এনবিকে ১০৯’ নির্মাণ করছেন পরিচালক কে এস রবীন্দ্র ববি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।