26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

চট্টগ্রামে ফইল্যাতলী কিচেন মার্কেট উদ্বোধন করলেন সিটি মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নির্মিত নগরীর ফইল্যাতলী কিচেন মার্কেট উদ্বোধন করেছেন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে মার্কেটটি উদ্বোধন করেন তিনি।

কাউন্সিলর মো. ইসমাইলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. ইলিয়াছ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন ও হুরে আরা বিউটি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। জলাবদ্ধতা নিরসণে চলছে দশ হাজার কোটি টাকার প্রকল্প। এই ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফইল্যাতলী বাজার দক্ষিণ কাট্টলী ও হালিশহরের বাসিন্দাদের দৈনন্দিন কেনাকাটার জন্য অপরিহার্যভাবে পড়ে ছিলো। ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধি, বাজারের মান উন্নয়ন এবং সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এখানে নতুন মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৯ সালের ১৫ জুলাই ফইল্যাতলী কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় দুই বছর পর বিশ্ব ব্যাংক বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে মিউনিসিপাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিস প্রকল্পের আওতায় নির্মিত এই মার্কেট চট্টগ্রাম সিটি করপোরেশন বুঝে নেয়। দোকান বরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিলে মেয়রের হস্তক্ষেপে অবশেষে চালু হয়েছে এ মার্কেটটি।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন