জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাস্তবের রেইজ প্রকল্প টিম এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল – “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি।”
মঙ্গলবার (১২ আগস্ট) র্যালিটি কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র আটিবাজার থেকে যাত্রা শুরু করে ঘাটারচর ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আটিবাজার অফিসে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ছিল উদ্দীপনা, ঐক্য ও ইতিবাচক বার্তার সমাহার।
এ আয়োজনে অংশগ্রহণ করেন ওস্তাদগণ, শিক্ষানবিশ, শিক্ষার্থী, বাস্তব সংস্থার সদস্যগণ এবং স্থানীয় এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি, বাস্তব রেইজ প্রকল্পের কর্মকর্তা ও আটিবাজার শাখার কর্মকর্তাগণও সক্রিয়ভাবে র্যালিতে অংশ নেন।
বাস্তব রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো: রেজওয়ান ইসলাম বলেন , “যুবরাই আমাদের আগামী দিনের নয়, আজকেরও চালিকাশক্তি। প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজকে রূপান্তর করতে পারে এবং বাংলাদেশকে আরও উন্নত ও সহনশীল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম।”
একজন অংশগ্রহণকারী শিক্ষানবিশ নাসিমা আখতার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই র্যালিতে অংশগ্রহণ আমাকে শিখিয়েছে যে আমাদের দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানো কতটা জরুরি। এটি আমাকে আরও শেখার, কঠোর পরিশ্রম করার এবং সক্রিয়ভাবে অবদান রাখার অনুপ্রেরণা দিয়েছে।”
র্যালির মূল উদ্দেশ্য ছিল তরুণদের মাঝে দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, কর্মমুখী শিক্ষা ও সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা। ব্যানার, স্লোগান এবং আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মকে সমাজ ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়।
এ কর্মসূচি আয়োজন করে বাস্তব – ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট, যার সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অর্থায়ন প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই যৌথ উদ্যোগ শুধু দিবস উদযাপনকেই অর্থবহ করেনি, বরং দক্ষতা, জ্ঞান ও অংশীদারত্বের মাধ্যমে যুবশক্তিকে ক্ষমতায়নের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
পড়ুন: লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
এস/


