“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবস উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, প্রশিক্ষণার্থীরা, স্থানীয় যুবক-যুবতীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ৩ জনকে সনদপত্র এবং ৬ জনকে ঋণের চেক প্রদান করা হয়।
পড়ুন: লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর গ্রেপ্তার
এস/


