কর্মই জীবন—প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি. এম. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামের আমীর ইকবাল হোসেন ভূঁইয়া সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন খান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন মোঃ ইফতেখায়রুল আলম শিমুল।
এদিন ১৭ জন যুবক ও ১২ জন যুব মহিলার মাঝে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে যুব দিবসের শপথ বাক্য পাঠ করান।
বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে তরুণ সমাজকে কর্মসংস্থানে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুবকদের সম্ভাবনা কাজে লাগিয়ে সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আয়োজনটি সফল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যৌথভাবে দায়িত্ব পালন করে।
পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
দেখুন: মহাসড়কের মৃ/ত্যু মিছিলে কুষ্টিয়ার একই পরিবারের ৮ জন
ইম/


