মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘ প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ‘ এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরার আয়োজনে জেলা যুব উন্নয়ন চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে যুব উন্নয়নের হলরুমে শপথবাক্য পাঠ, আলোচনা সভা, সার্টিফিকেট বিতরণ, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পরে যুব চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের পশুপালন প্রশিক্ষক আবু সাঈদ সহ যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন কৃষি উদ্যোক্তাগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন: প্রতিমাসে এখানে প্রায় ৩ হাজার বিদেশগামী মানুষকে প্রশিক্ষণ দেয়া হতো
দেখুন: কুষ্টিয়া-২ আসনে ভোটের হিসাব-নিকাশ | নির্বাচন ২০১৮
ইম/


