চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বান্দরবান সদর হাসপাতাল। সঠিক চিকিৎসা সেবা ও পর্যাপ্ত ওষুধ না মেলায় ক্ষুব্ধ রোগীরা। পানি থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ নিয়েও ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।।
বান্দরবান সদরের একমাত্র সরকারী হাসপাতাল হওয়ায় বিভিন্ন উপজেলা ও দুর্গম এলাকা থেকে প্রতিদিন শত শত দরিদ্র রোগী সেবা নিতে আসে সদর হাসপাতালে। কিন্তু ডাক্তার দেখাতে রোগীদের লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা।
১০০ শয্যার হাসপাতাল হলেও ৫০ শয্যার জনবল ও চিকিৎসক দিয়ে চলছে এ হাসপাতালের কার্যক্রম। চিকিৎসক সংকট ও পর্যাপ্ত ওষুধ না পাওয়ার কারণে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত রোগীরা। এছাড়াও হাসপাতালের বাথরুম অপরিস্কার ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে রোগীদের বাড়ছে আরো নানা রোগব্যাধি।
হাসপাতালে অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। দ্রুতই সমাধানের আশ্বাস দিলেন তারা।
শুধু এই সরকারী হাসপাতাল নয় অব্যবস্থাপনার চিত্র যেন পুরো জেলা জুড়ে। তাই চিকিৎসা সেবার মান নিশ্চিত করার দাবী সকলের।